Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অক্টোবর / ২০১৩ খ্রিঃ মাসের সভার কার্যবিবরণী :

 

সভাপতি                     : মোহাম্মদ মফিজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লংগদু।

সভার স্থান                   : উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ।

সভার তারিখ                 : ২১/১০/২০১৩ খ্রিঃ।

সভার সময়                   : সকাল ১০.৩০ টা।

সভারউপস্থিতি            : পরিশিষ্টতে সন্নিবেশিত

 

উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এবং অনুপস্থিত সদস্যদের আগামী সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। অতঃপর বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। পঠিত বিষয়ে কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়। সভায় বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্নিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

ক্র: নংআলোচ্য বিষয় ও আলোচনাসিদ্ধান্ত ও বাস্তবায়নে
০১

জনাব আবুল কালাম চৌধুরী, অফিসার ইন চার্জ, লংগদু থানা সভায় জানান যে, এ মাসে লংগদু থানায় কোন মামলা রুজু হয়নি।

তিনি আরও জানান যে, গত ১১/১০/২০১৩ খ্রিঃ তারিখে কাঠালতলা নামক স্থানে অজ্ঞাতনামা কয়েকজন পাহাড়ী সন্ত্রাসী সোনাকাজী চাকমা (৪৫)কে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটিতে প্রেরণ করা হয়। সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান যে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আরও বেশি প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অফিসার ইন চার্জ, লংগদু থানাকে অনুরোধ করা হয়।

বাস্তবায়নে : ওসি লংগদু থানা।
০২মাইনীমুখবাজারের মরিচের গুড়া করার মিল অন্যত্র ছড়িয়ে ফেলার বিষয়ে জানতে চাওয়া হলে, জানা যায় যে বর্তমানে বিকাল বেলাতে মরিচ গুড়া করা হচ্ছে। এতেও জনদুর্ভোগ কমেনি। কারন মিলের আওয়াজ এবং মরিচের গুড়ার ঝাঁঝাঁলো গন্ধে আশে পাশে থাকা কষ্টকর হয়। তাই মিলটি অন্যত্র স্থানান্তরের জন্য সভায় উপস্থাপন কর হয়।

আলোচ্য বিষয়ে বিস্তারিত আলোচনান্তে মিলটি বাজার হতে দুরে স্থানান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাইনীমুখ ইউপি চেয়ারম্যান ও মাইনীমুখ বাজার কমিটির সভাপতি কে অনুরোধ জানানো হয়।

বাস্তবায়নে : মাইনীমুখ ইউপি চেয়ারম্যান ও সভাপতি, মাইনীমুখ বাজার কমিটি।
০৩প্রধান শিক্ষক, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় সভায় জানান যে, জেএসসি পরীক্ষা/২০১৩ ও জেডিসি পরীক্ষা/২০১৩ খুবই সন্নিকটে। পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

জেএসসি ও জেডিসি পরীক্ষা/২০১৩ চলাকালীন সময়ে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইন চার্জ লংগদু থানাকে অনুরোধ করা হলো।

বাস্তবায়নে : ওসি , লংগদু থানা।
০৪রাজনগর বিজিবি জোন এর প্রতিনিধি এর নিকট মাদকদ্রব্য, চোরাচালন ও সীমান্ত পরস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান যে, বর্তমান মাসে কোন তথ্য পাওয়া যায় নি।

মাদকদ্রব্য ব্যবহার, চোরাচালান রোধ ও সীমান্ত পরিস্থিতি সম্পর্কে কোন তথ্য পাওয়া গেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিজিবি জোনের প্রতিনিধি কে অনুরোধ করা হলো।

বাস্তবায়নে : বিজিবি জোন, রাজনগর গুলশাখালী।
০৫

চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সভায় জানান যে, বর্তমানে লংগদু উপজেলায় দু একটি ছোট খাট ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভবিষ্যতেও যাতে শান্ত পরিস্থিতি বিরাজ করে সে লক্ষ্য সকলের সকলের সহযোগীতা কামনা করেন।

ভবিষ্যতে যাতে লংগদু উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সকল গন্যমান্য ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জ্ঞাপন করা হয়।

 

বাস্তবায়নে : আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমামের সকল গন্যমান্য ব্যক্তি বর্গ।

পরিশেষেউপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা আইন শৃঙ্খলা কমিটি লংগদু উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সমাজের সকল স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সহযোগিতা কামনা করেন এবং অপহৃত ব্যক্তিদের মুক্তি কামনা করেন ও তাদের পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

স্বাক্ষরিত/-

মোহাম্মদ মফিজুল ইসলাম

উপজেলানির্বাহীঅফিসার

সভাপতি

উপজেলা আইন শৃঙ্খলা কমিটি

লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।