Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লংগদু উপজেলা পটভুমি

উপজেলার পটভূমি :

 

  1. ১৯৬০ সালে কাপ্তাই হাইড্রোলিক প্রজেক্ট চালু হওয়ার পর উপজেলার বিশাল অঞ্চল জলমগ্ন হয়ে হ্রদে পরিণত হয়। ১৮৬০ সনে পার্বত্য অঞ্চল ঘোষনা হওয়ার পর পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কয়টি থানা ১৮৬০ সালে প্রথম গঠিত হয় তার মধ্যে লংগদু অন্যতম। এই লংগদু থানা পরবর্তীতে ১৯৮২ সালের ৭ই নভেম্বর উপজেলায় মান উন্নীত হয়। ১৮০০ সালের প্রথম দিকে চাকমা জনগোষ্ঠীর আগমনের পূর্বে এই অঞ্চল প্রধানত ত্রিপুরাদের আবাসস্থল ছিল। চাকমাদের আগমনে চাকমা অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। ১৯৭৯ সাল হতে বাঙ্গালী পুনর্বাসন করা হলে বর্তমানে এই এলাকা বাঙ্গালী অধ্যুষিত এলাকায় পরিণত হয়। বৃটিশ আমল হতে এই এলাকায় বাঙ্গালীদের বসবাস ছিল। কিন্তু তার সংখ্যা খুবই নগন্য। বর্তমানে এই এলাকায় চাকমা, পাংখো ও বাঙ্গালীরা সহ অবস্থানে বসবাস করছে।