Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিশসমূহ
  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

                                                                

স্মারক নং : ০৫.৪২.৮৪৫৮.০০০.০৯.০১১.১৪-                                                                    তারিখ :         /০৩/২০১৪ খ্রিঃ।

 

বিষয়      : মার্চ/ ২০১৪ খ্রিঃ তারিখে উপজেলার  মাসিক সভার সময়সূচী প্রসঙ্গে।

 

লংগদু উপজেলায় মার্চ/২০১৪ খ্রিঃ মাসের নিম্নোক্ত  তারিখ ও সময়ে নিম্নবর্নিত সভা সমূহ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ক্র: নং

তারিখ ও সময়

সভার নাম

কমিটির সদস্য সচিব

স্থান

০১

১৯/০৩/২০১৪ খ্রিঃ

সকাল ১০.০০ টা

উপজেলা মানসম্মত শিক্ষা বিস্তার, সেবা প্রদান ও দূর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন তৈরির কর্মপরিকল্পনা  কমিটির সভা

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ

০২

১৯/০৩/২০১৪ খ্রিঃ

সকাল ১০.১৫ টা

উপজেলা তথ্য ও প্রযুক্তি কমিটির সভা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ

০৩

১৯/০৩/২০১৪ খ্রিঃ

সকাল ১০.৩০ টা

উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

অফিসার ইন চার্জ, লংগদু থানা

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ

০৪

১৯/০৩/২০১৪ খ্রিঃ

সকাল ১০.৪৫ টা

উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিটির সভা ‌এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির সভা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ

০৫

১৯/০৩/২০১৪ খ্রিঃ

সকাল ১১.০০ টা

মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও চোরাচালান বিষয়ক কমিটির সভা

উপজেলা সমাজসেবা কর্মকর্তা

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ

০৬

১৯/০৩/২০১৪ খ্রিঃ

দুপুর ১২.০০ টা

উপজেলা সার ও বীজ মনিটরিং বিষয়ক কমিটির সভা

উপজেলা কৃষি অফিসার

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ

০৭

১৯/০৩/২০১৪ খ্রিঃ

বিকাল ৩.৩০ টা

উপজেলা এনজিও কমিটির সভা।

 

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ

০৮

১৯/০৩/২০১৪ খ্রিঃ

বিকাল ৪.০০ টা

উপজেলা কৃষি ঋণ বিতরণ কমিটির সভা

ম্যানেজার, সোনালী ব্যাংক

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ।

০৯

২০/০৩/২০১৪ খ্রিঃ

দুপুর ১০.৩০ টা

উপজেলা পরিষদের সাধারণ সভা

 

উপজেলা সম্মেলন কক্ষ

 

২। সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিবদের সভার নোটিশ সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যদের মধ্যে জারী করার জন্য অনুরোধ করা হলো।

 

স্বাক্ষরিত/-

মোহাম্মদ মফিজুল ইসলাম

উপজেলা নির্বাহী অফিসার

লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

 

স্মারক নং : ০৫.৪২.৮৪৫৮.০০০.০৯.০১১.১৪-                                                                         তারিখ :         /০৩/২০১৪ খ্রিঃ।

 

অনুলিপি: সদয় জ্ঞাতার্থে/ জ্ঞাতার্থে ও কার্যার্থে

১। জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লংগদু।

৩। ব্যবস্থাপক ..........................ব্যাংক/উপজেলা ............................................কর্মকর্তা, লংগদু।

৪। চেয়ারম্যান................................................ইউপি, লংগদু।

৫। এনজিও সমন্বয়ক, লংগদু।

 

 

উপজেলা নির্বাহী অফিসার

লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা