Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তিনটিলা বনবিহার
স্থান

তিনটিলা বন বিহারটি লংগদুর উপজেলা সদরে অবস্থিত। এটি মাইনীমুখ ইউনিয়নে তিনটিলা নামক স্থানে অবস্থিত। উপজেলা সদর হতে ১ কি: মি দূরে উত্তর-পূর্বে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

রাঙ্গামাটি সদর হতে লংঞ্চযোগে প্রথমে লংগদু যেতে হয়। লঞ্চঘাট থেকে নেমে সরাসরি হেঁটে ও মোটর সাইকেলযোগে এ বিহারে যাওয়া যায়। উপজেলা সদর হতে এ বিহারের দূরত্ব ১ কি:মি:।

যোগাযোগ

রাঙ্গামাটি সদর হতে লংঞ্চযোগে প্রথমে লংগদু যেতে হয়। লঞ্চঘাট থেকে নেমে সরাসরি হেঁটে ও মোটর সাইকেলযোগে এ বিহারে যাওয়া যায়। উপজেলা সদর হতে এ বিহারের দূরত্ব ১ কি:মি:।

বিস্তারিত

লংগদু উপজেলায় বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে তিনটিলা বনবিহার। এই বিহারে বৌদ্ধদের প্রধান ধর্মীয় গুরু শ্রদ্ধেয় বনভান্তে সর্বপ্রথম কঠিন চীবর দানের আয়োজন করেছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। বিহারটিতে অনেক সুন্দর সুন্দর আবাসিক ভবন রয়েছে। এই ভবনগুলোর নির্মাণশৈলী পর্যটক তথা পূর্নার্থীদের আকর্ষণ করে। এছাড়াও এখানে রয়েছে বনভান্তের স্মৃতি মন্দির, উপগুপ্ত ভান্তের মন্দির। এটি লংগদু সদর থেকে সড়ক পথে ১ কি:মি রাস্তা প্রায়।