Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কাট্টলী বিল
স্থান
এই বিলটি লংগদু উপজেলাধীন ভাসান্যাদম, বগাচতর ও লংগদু ইউনিয়নে বৃহৎ অংশ নিয়ে এটি অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
ঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ লঞ্চঘাট থেকে নৌপথে শুভলং হয়ে লংগদুর পথে আনুমানিক ৫০ কি.মি. পথ পাড়ি দিয়ে কাট্টলী বিলে যাওয়া যায়। লংগদু উপজেলা সদর হতে দক্ষিণ-পূর্বে এটির অবস্থান। এই বিলটিতে নৌকাযোগে ভ্রমণ করা যায়।
যোগাযোগ

0

বিস্তারিত
কাট্টলী বিল রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের সর্ববৃহৎ বিল। বর্ষাকালে এ বিলের চারদিক কানায় কানায় পানিতে ভরপুর থাকে। দূর থেকে দেখলে সমুদ্রের মতই মনে হয়। চারদিক শুধু জল আর জল। বর্ষার মৌসুমে এ বিলটির অপরুপ সৌন্দর্য নৌকা যোগে ঘুরে ঘুরে অবলোকন করা যায়। রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ লঞ্চঘাট থেকে নৌপথে শুভলং হয়ে লংগদুর পথে আনুমানিক ৫০ কি.মি. পথ পাড়ি দিয়ে কাট্টলী বিলে যাওয়া যায়। লংগদু উপজেলা সদর হতে দক্ষিণ-পূর্বে এটির অবস্থান। এই বিলটিতে নৌকাযোগে ভ্রমণ করা যায়। এই বিলটি লংগদু উপজেলাধীন ভাসান্যাদম, বগাচতর ও লংগদু ইউনিয়নে বৃহৎ অংশ নিয়ে এটি অবস্থিত। উপজেলার অধিকাংশ লোকই এ বিলের উপর নির্ভরশীল। তারা এ বিলে মাছ ধরে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে থাকে।