"লংগদু উপজেলা " রাঙ্গামাটি পার্বত্য জেলা সদর হতে নৌপথে প্রায় ৭৬ কি.মি. উত্তরে অবস্থিত। এই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্য বৈচিত্র্যময়। এই উপজেলার পশ্চিমে ও পূর্বে দুই সারি পাহাড় লম্বালম্বীভাবে মূল উপজেলা ভূমিকে ঘিরে রেখেছে। উপজেলার মূল ভূমি এলাকাকে যেন পাহাড়ের বেড়ায় সংরক্ষণ করেছে। উপজেলার মাঝখানে কাপ্তাই হ্রদের বিশাল স্বচ্ছ জলরাশি থৈ থৈ করে। হ্রদের মধ্য দিয়ে বাঘাইছড়ি হয়ে কাচালং নদী সীমান্তের ওপার হতে নেমে এসেছে। পুনরায় ভারতের লুসাই পাহাড় থেকে বরকল হয়ে নেমে আসা কর্ণফুলী নদীর সাথে শুভলং নামক স্থানে মিলিত হয়েছে। এই হ্রদ মৎস্য সম্পদের এক বিশাল সমরোহ। কাট্টলী বিলে জেলেদের মাছ ধরার নয়নাভিরাম দৃশ্যগুলো মনে রাখার মতো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস