তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে উপজেলা ওয়েব পোর্টাল (www.langadu.rangamati.gov.bd) উন্মোচনের মাধ্যমে এক নতুন যুগের সুচনা হল। এর মাধ্যমে লংগদু উপজেলার সার্বিক তথ্য জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে উন্মোচিত হয়েছে। উপজেলা তথ্য বাতায়ন-এর মাধ্যমে যে কেউ পৃথিবীর যে কোন প্রান্তে বসে লংগদু উপজেলা সম্পর্কে যে কোন তথ্য/ জিজ্ঞাসার উত্তর খুব সহজেই পেতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন উপজেলা প্রশাসনের সঙ্গে।
মাঠ প্রশাসনের কেন্দ্রস্থল হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ভূমিকা অপরিসীম। উপজেলা নির্বাহী অফিসার উপজেলায় সকলক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন। এ কার্যালয় সরকারের ফোকাল পয়েন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকে। এ কার্যালয়ের প্রধান প্রধান কার্যাবলীর মধ্যে উপজেলা ভূমি রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, অপরাধ প্রতিরোধমূলক ফৌজদারি ব্যবস্থা, স্থানীয় সরকার, জাতীয় ও স্থানীয় নির্বাচন, পাবলিক পরীক্ষা, ট্রেজারি, সার-বীজ- জ্বালানী ব্যবস্থাপনা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন, মোবাইল কোর্ট পরিচালনা, জেলার উন্নয়নমূলক ও আন্ত:বিভাগীয় কার্যক্রমের সমন্বয় সাধন তথা উন্নয়ন, জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজস্ব ও সাধারণ প্রশাসনের সকল কর্মকান্ড এই প্রতিষ্ঠান সম্পাদন করে। এছাড়া তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের মাধ্যমে ই-গভর্নেন্স বাস্তবায়নের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের রয়েছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। এক্ষেত্রে www.langadu.rangamati.gov.bd নামক উপজেলা ওয়েব পোর্টাল একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং তা অবশ্যই তার উদ্দেশ্য সফলভাবে পূরণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি।
এ উপজেলা ওয়েব পোর্টাল থেকে বিভিন্ন প্রয়োজনীয় সরকারি ফর্ম ডাউনলোড করা যাবে, জানা যাবে কোন শাখা হতে কি কি সেবা কি নিয়মে/পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয়, ইজারা বিজ্ঞপ্তি/নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন নোটিশ/অফিস আদেশ ইত্যাদি। এছাড়া এ উপজেলা ওয়েব পোর্টালে অন্যান্য বিভাগের/ দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য সন্নিবেশ করা হচ্ছে এবং হবে। এর ফলে নাগরিকদের বিভিন্ন সেবাপ্রাপ্তিই কেবল সহজতর হবে না, প্রশাসনের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও অনেকাংশে নিশ্চিত হবে। ফলে কল্যাণ রাষ্ট্রের অন্যতম পূর্বশর্ত সুশাসন নিশ্চিত হবে। জনগণের কাছে সেবা পৌঁছানো সহজ, সুলভ ও ঝামেলামুক্ত করার উপজেলা ওয়েব পোর্টালের মাধ্যমে সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হয়েছে, তা সকলের সহযোগিতায় সফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস