লংগদু উপজেলাধীন গীর্জা সমূহের তালিকা :
০১। বিয়ার থাং পাংকোয়াপাড়া কাকপাড়িয়া গীর্জা: পাংকোয়াপাড়া গীর্জা পাংকোয়াদের একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। এ পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানটিতে বড়দিনের উৎসব খুব ভাব গাম্বীর্যের সহিত উদযাপন করা হয়। এ গীর্জাটি লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে অবস্থিত। এ গীর্জাটিতে যাওয়ার রাস্তা পানিপথ হওয়ায় ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে যেতে হয়।
০২। আটারকছড়া গীর্জা: আটারকছড়া গীর্জাটি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। এ পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানটিতে বড়দিনের উৎসবের সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা শ্রদ্ধার সহিত তাদের প্রভুর প্রতি খুব আনুগত্য প্রকাশ করেন। এ গীর্জাটি লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে অবস্থিত। এ গীর্জায় সড়কপথে বিভিন্ন বাহনের মাধ্যমে যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস