গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
স্মারক নং : ০৫.৪২.৮৪৫৮.০০০.০৯.০১১.১৪- তারিখ : /০৩/২০১৪ খ্রিঃ।
বিষয় : মার্চ/ ২০১৪ খ্রিঃ তারিখে উপজেলার মাসিক সভার সময়সূচী প্রসঙ্গে।
লংগদু উপজেলায় মার্চ/২০১৪ খ্রিঃ মাসের নিম্নোক্ত তারিখ ও সময়ে নিম্নবর্নিত সভা সমূহ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
ক্র: নং | তারিখ ও সময় | সভার নাম | কমিটির সদস্য সচিব | স্থান |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
০১ | ১৯/০৩/২০১৪ খ্রিঃ সকাল ১০.০০ টা | উপজেলা মানসম্মত শিক্ষা বিস্তার, সেবা প্রদান ও দূর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন তৈরির কর্মপরিকল্পনা কমিটির সভা | উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা | উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ |
০২ | ১৯/০৩/২০১৪ খ্রিঃ সকাল ১০.১৫ টা | উপজেলা তথ্য ও প্রযুক্তি কমিটির সভা। | উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা | উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ |
০৩ | ১৯/০৩/২০১৪ খ্রিঃ সকাল ১০.৩০ টা | উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা | অফিসার ইন চার্জ, লংগদু থানা | উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ |
০৪ | ১৯/০৩/২০১৪ খ্রিঃ সকাল ১০.৪৫ টা | উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিটির সভা এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির সভা | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা | উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ |
০৫ | ১৯/০৩/২০১৪ খ্রিঃ সকাল ১১.০০ টা | মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও চোরাচালান বিষয়ক কমিটির সভা | উপজেলা সমাজসেবা কর্মকর্তা | উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ |
০৬ | ১৯/০৩/২০১৪ খ্রিঃ দুপুর ১২.০০ টা | উপজেলা সার ও বীজ মনিটরিং বিষয়ক কমিটির সভা | উপজেলা কৃষি অফিসার | উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ |
০৭ | ১৯/০৩/২০১৪ খ্রিঃ বিকাল ৩.৩০ টা | উপজেলা এনজিও কমিটির সভা। |
| উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ |
০৮ | ১৯/০৩/২০১৪ খ্রিঃ বিকাল ৪.০০ টা | উপজেলা কৃষি ঋণ বিতরণ কমিটির সভা | ম্যানেজার, সোনালী ব্যাংক | উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ। |
০৯ | ২০/০৩/২০১৪ খ্রিঃ দুপুর ১০.৩০ টা | উপজেলা পরিষদের সাধারণ সভা |
| উপজেলা সম্মেলন কক্ষ |
২। সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিবদের সভার নোটিশ সংশ্লিষ্ট কমিটির সকল সদস্যদের মধ্যে জারী করার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত/-
মোহাম্মদ মফিজুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
স্মারক নং : ০৫.৪২.৮৪৫৮.০০০.০৯.০১১.১৪- তারিখ : /০৩/২০১৪ খ্রিঃ।
অনুলিপি: সদয় জ্ঞাতার্থে/ জ্ঞাতার্থে ও কার্যার্থে
১। জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লংগদু।
৩। ব্যবস্থাপক ..........................ব্যাংক/উপজেলা ............................................কর্মকর্তা, লংগদু।
৪। চেয়ারম্যান................................................ইউপি, লংগদু।
৫। এনজিও সমন্বয়ক, লংগদু।
উপজেলা নির্বাহী অফিসার
লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস