নদ নদীর নামসমূহ :
০১। মাইনী নদী: দীঘিনালা উপজেলার মধ্য দিয়ে একটি মাত্র নদী বয়ে গেছে। নদীর নাম মাইনী। এটির উৎপত্তি উত্তরের/উজানের ছড়া থেকে। বাবুছড়া, দীঘিনালা, বোয়ালখালী, কবাখালী ও সর্বদক্ষিণের মেরুং ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই নদী লংগদু উপজেলার মাইনীমুখ স্থানে কাপ্তাই লেকে পতিত হয়েছে।
০২। কাচালং নদী: কাচালং ভারতের ত্রিপুরা ও মিজোরামের রাজ্যের পাহাড়ি এলাকায় উৎপন্ন করে। কাচলং নদীর দৈর্ঘ্য প্রায় ১৪৬ কিলোমিটার। এটি বাঘাইছড়ি, লংগদু, বরকল, রাঙ্গামাটি সদর, কাপ্তাই ও কর্ণফুলীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। একবার একটি সময় এই নদী বাঘাইছড়ি যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। একটি সীমিত স্কেল সীমিত রুট মাধ্যমে মানুষ এবং পণ্য পরিবহন এবং একটি স্থান থেকে অন্য স্থানান্তরিত হয়। বর্তমানে, এই কাচলং নদীর পানি দিয়ে চাষ সম্পন্ন হয়। এছাড়া এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস