(ক) প্রতিষ্ঠা কাল - ০১/০১/১৯৮৯ খ্রিঃ
(খ) প্রতিষ্ঠাতাঃ মীর কাসেম আলী
ছাত্র-৫৩১ জন।
ছাত্রী - ৩০৪ জন।
উপজাতি- ১৬৪ জন।
(ঘ) শিক্ষক কর্মচারী - ১৭ জন।
মহিলা শিক্ষক কর্মচারী- ০৬ জন।
(ঙ) অবকাঠামো- মোট জমি- ১.৮৬ একর।
(ক) ভবন- ০৬টি
(খ) পাকা (১ তলা) ০৪ টি
(গ) টিনসেড- ০১টি।
(ঘ) কাচা-০১ টি।
অন্যান্য বিবরণ- কম্পিউটার ল্যাব- ০১টি।
ব্রাক রাবেতা গণকেন্দ্র- ০১টি।
মোট শ্রেণী কক্ষ- ১৯টি।
রিং ওয়ের-১টি
মসজিদ (এবাদত খানা)-০১টি।
আবাসিক ব্যবস্থাপনা
আধাপাকা- ০১টি।
ছাত্রী হোস্টেল- পাকা ভবন-০১টি।
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। রাঙ্গামাটি জেলার দূর্গম পাহাড়ী জনপদে লংগদু উপজেলা অবস্থিত। উপজেলা সদরের নিবটবর্তী মাইনীমুখ ইউনিয়নের রাবেতা মুসলিম ব্লক গ্রামে অবস্থিত রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় নামক স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি। লংগদু উপজেলা পাহাড়ী বাঙ্গালী জনবসতির এক অপূর্ব সমাবেশ, যেখানে উপজাতি ও অ-উপজাতি জনগোষ্ঠী সমভাবে বসবাস করে আসছে। যাদের সংখ্যা গরিষ্ঠই নিম্মবিত্ত, দৈনন্দিন রোজগারে যাদের জীবন-জীবিকা চলে। সেই অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষার জন্য ভাল একটি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা থাকা সত্ত্বেও তা কখনই ছিলনা।
মানুষের সামর্থহীনতার এই আকাংখা পূরণে বার বার হতাশাই সৃষ্টি করে আসছিল। ঠিক এমনই সংকটকালে উপজেলার স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা স্থল রাবেতা আল-আলম আল ইসলামী কর্তৃক প্রতিষ্ঠিত রাবেতা হাসপাতাল কর্তৃপক্ষ এলাকার মানুষের চাহিদা পূরণে উদারভাবে এগিয়ে আসে। যার ফলশ্রুতিতে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ক্ষুদ্র একটি শিক্ষা প্রতিষ্ঠান “রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়”। কালের পরিক্রমায় ধীরে ধীরে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় আজ তা ফুলে-ফলে সুশোভিত। প্রতিবছর পাবলিক পরীক্ষার ঈর্ষণীয় ফলাফল, জুনিয়ন বৃত্তি প্রাপ্তির হার, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় উপজেলা, জেলা, উপঅঞ্চল, অঞ্চল ও জাতীয় পর্যায় পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কৃতিত্বপূর্ণ অংশগ্রহণ ও সফলতা অর্জন, প্রতিষ্ঠানের সুনামকে আরও বিস্তৃতি ঘটিয়েছে।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
মোহাম্মদ নুরুল করিম | ০১৫৫৩৭৫৫৯৯২ | nkarim777@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মোঃ এখলাস মিঞা খান | ০১৫৫৬৬৪২১৪৫ | testmode@gmail.com |
আল মামুন ইবনে মিজান | ০১৮২৮৮১৯৪৭৭ | testmode@gmail.com | |
এস.এম শফি কামাল | 01556611515 | testmode@gmail.com | |
![]() |
মোঃ আবুল হোসেন মিয়া | ০১৫৫৩৭৫১৫৩৬ | testmode@gmail.com |
ওছমান গণি | ০১৫৫২৩০০২২৫ | testmode@gmail.com | |
নাজমা আক্তার | ০১৫৫৩১২৮৬২৪ | testmode@gmail.com | |
মোহাম্মদ নুরুন্নবী | ০১৫৫৩৭৫২৩৩৬ | testmode@gmail.com | |
![]() |
তাজ মাহমুদ | ০১৫৫৩১২৬৬১৩ | tazmrhs@yahoo.com |
মোহাম্মদ নুরুল হুদা | ০১৫৫২৭১০৯০৬ | testmode@gmail.com | |
মোঃ আবুল হাসেম | 01831307184 | testmode@gmail.com | |
সাগরিকা চাকমা | ০১৫৫২৪৮২৪১৬ | testmode@gmail.com | |
শাহিনা জামান | ০১৫৫৬৫৬০৫৭০ | testmode@gmail.com | |
অলকা বসাক | 01843402824 | testmode@gmail.com | |
আশরাফুল আলম | ০১৮৪৫৭৬৫০৩৯ | testmode@gmail.com | |
মোঃ জয়নাল আবেদীন | ০১৫৫২৬০৫৯২০ | testmode@gmail.com | |
![]() |
নুর আক্তার | ০১৮২০৩০৫২৯৮ | testmode@gmail.com |
মোঃ আব্দুল্লাহ | ০১৫৫২৭২৮১৫৩ | testmode@gmail.com | |
মোঃ ইকবাল হোসেন | ০১৫৫৩১০৮৪২৯ | testmode@gmail.com | |
গোলাপ জান | ০১৮৩৭৮৪৭৮৭৮ | testmode@gmail.com | |
মোঃ আকতারুজ্জামান | 01556642144 | testmode@gmail.com |
* শ্রেণী ভিক্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ১৩৫ | ৯১ | ২২৬ |
৭ম | ১৪৫ | ৯৫ | ২৪০ |
৮ম | ৭১ | ৪৫ | ১১৬ |
৯ম | ৯৯ | ৫১ | ১৫০ |
১০ম | ১২৩ | ৫৮ | ১৮১ |
মোট | ৫৭৩ | ৩৪০ | ৯১৩ |
*বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
ক্রঃ | নাম | পদবী | ঠিকানা |
১ | মীর কাসেম আলী | সভাপতি | মিরপুর, ঢাকা |
২ | মোহাম্মদ নুরুল করিম | প্রধান শিক্ষক/সম্পাদক | রাবেতা হাসপাতাল |
৩ | সুখময় চাকমা | অভিভাবক সদস্য | লংগদু |
৪ | হারুনুর রশিদ | অভিভাবক সদস্য | মুসলিম ব্লক |
৫ | রওশন আরা বেগম | অভিভাবক সদস্য মহিলা | রাবেতা হাসপাতাল |
৬ | মোঃ নুরুন নবী | শিক্ষক প্রতিনিধি | রাবেতা হাসপাতাল |
৭ | তাজ মাহমুদ | শিক্ষক প্রতিনিধি | রাবেতা হাসপাতাল |
*বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ (এস.এস.সি)
সন | মোট শিক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার | জি.পি.এ-৫ | জি.পি.এ-৪ | মন্তব্য |
২০১০ | ৭০ | ৬৮ | ৯৭% |
|
|
|
২০১১ | ৭৭ | ৬২ | ৮১% |
|
|
|
২০১২ | ৯৬ | ৯১ | ৯৫% |
|
|
|
২০১৩ | ১১৪ | ১০৯ | ৯৬% |
|
|
|
২০১৪ | ১১৯ | ১১৩ | ৯৫% |
|
|
|
* বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ (জে.এস.সি)
সন | মোট শিক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার | জি.পি.এ-৫ | জি.পি.এ-৪ | মন্তব্য |
২০১০ |
|
|
|
|
|
|
২০১১ |
|
|
|
|
|
|
২০১২ |
|
|
|
|
|
|
২০১৩ |
|
|
|
|
|
|
* শিক্ষা বৃত্তির তথ্যঃ
ক্রঃ | সাল | মোট বৃত্তিপ্রাপ্ত | ছাত্রী | ট্যালেনপুল | ছাত্রী | সাধারণ গ্রেড | ছাত্রী | মন্তব্য |
১ |
|
|
|
|
|
|
|
|
২ | ২০০৬ | ১ |
|
|
|
|
|
|
৩ | ২০০৭ | ৩ |
|
|
|
|
|
|
৪ | ২০০৮ | ৪ |
|
|
|
|
|
|
৫ | ২০০৯ | ৫ |
|
|
|
|
|
|
৬ | ২০১০ | ৭ | ২ | ৩ | ১ | ৪ | ১ |
|
৭ | ২০১১ | ১০ | ৩ | ৪ | ২ | ৬ | ১ |
|
৮ | ২০১২ | ১৪ | ৬ | ৫ | ২ | ৯ | ৪ |
|
৯ | ২০১৩ | ১১ | ৫ | ৪ | ২ | ৭ | ৩ |
|
*অর্জনঃ
সেনা সদরের নিকটবর্তী রাঙ্গামাটি পাবর্ত্য জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখে অবস্থিত এটি একটি স্বনামধন্য ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি প্রায় প্রতি বছরই এ বিদ্যালয়ের এস.এস.সি, জে.এস.সি ও জুনিয়র বৃত্তির ফলাফল উপজেলা ও জেলা পযার্য়ে শীযস্থান একটি অন্যতম দিক। লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে এ বিদ্যালয় প্রায় প্রতি বছরই উপজেলা, জেলা, উপাঞ্চল, অঞ্চল ও জাতীয় পযায়ে অংশ গ্রহণ ও পুরস্কার লাভ করে আসছে। বিশেষ করে সাতার প্রতিযোগীতা, ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টে বরাবরই এ বিদ্যালয় ইতোমধ্যে জাতীয় পযায় পযর্ন্ত অংশগ্রহণ ও সফলতা লাভ করেছে।
এছাড়া উপজেলা ও জেলা পযার্য়ে বিতর্ক প্রতিযোগীতা, বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা অন্বেষন
প্রতিযোগিতা, কম্পিউটার উদ্বোধনী মেলা সহ বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলা, জেলা ও জাতীয় পযার্য়ে এ বিদ্যালয় অংশ গ্রহণ ও সফলতা অর্জন নিত্যনৈমিত্তিক বিষয়।
* ভবিষ্যত পরিকল্পনাঃ
১। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ ফলাফল অজর্নের পাশাপাশি ফলাফলের গুনগত মান উন্নয়ন তথা, জি.পি.এ-৫ প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি করা।
২। বাউন্ডারী ওয়াল ও একাডেমীক ভবণ সম্প্রসারণসহ অবকাঠামাগত উন্নয়ন ।
৩। কম্পিউটার ল্যাবকে আরো সমৃদ্ধ করার মাধ্যমে পাঠদানে সব শ্রেণীকে মাল্টিমিডিয়া ক্লাস রুমের আওতায় নিয়ে আসা।
৪। পৃথক বিজ্ঞান ল্যাব স্থাপন ও অত্যাধুনিক বিজ্ঞান যন্ত্রপাতি সংগ্রহ ও সংরক্ষণ করা।
৫। লাইব্রেরীকে আরো সমৃদ্ধ করা।
৬। ৬ষ্ঠ থেকে ১০ম প্রত্যেক শ্রেণীতে ক,খ ও গ শাখা চালুর মাধ্যমে মানসম্মত শিক্ষাদান ব্যবস্থা।
৭। বিষয় ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক আরো শিক্ষক নিযোগ ।
৮। পযার্য়ক্রমে ছাত্র ও ছাত্রী পৃথক শাখা চালু করা/ Morning ও Day Shiftচালুর মাধ্যমে শিক্ষার গুণগতমান উন্নয়ন ও সম্প্রসারণ।
৯। পযায় ক্রমে শিক্ষক আবাসন গড়ে তোলার মাধ্যমে সকল শিক্ষককে আবাসিক সুবিধা প্রদান করা।
১০। ক্যাম্পাসের আশে পাশে ফলজ, বৃক্ষজ ও বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে ক্যাম্পাসকে পরিবেশবান্ধব করে গড়ে তোলা।
১১। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীদের Performance বৃদ্ধি করার মাধ্যমে সবর্পযার্য়ে বিদ্যালয়ের ভাবমযার্দা ফূটিয়ে তোলা।
সবোর্পরি যুগপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিশ্বায়নের উপযুক্ত করে গড়ে তোলা।
* যোগাযোগঃ
রাঙ্গামাটি পাবর্ত্য জেলা থেকে জলপথে প্রায় ৮৭ কি. মি. দুর্গম পাহাড়ী জনপদ লংগদু উপজেলার মাইনীমুখে অবস্থিত। এ বিদ্যালয়ে বর্তমানে খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহর থেকে স্থল পথে যে কোন যানবাহনের মাধ্যমে যাতায়াত করা যায়। সবোর্পরি স্থল ও জলপথে এ বিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব।
vমেধাবী ছাত্রবৃন্দঃ
এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষাথীঃ
১। ২০০৬ সাল- প্রগতি চাকমা।
২। ২০০৭ সাল-
৩। ২০০৮ সাল- মোঃ নাছির উদ্দিন
৪। ২০০৯ সাল- সুখেন্দু চাকমা।
৫। ২০১০ সাল- ১। রেহেনা আক্তার।
২। জান্নাতুল ফেরদৌস
৩। মনিরুজ্জামান
৬। ২০১২ সাল- ১। অমি দে
৭। ২০১৩ সাল- ১। ইসরাত জাহান এনি
২। সুমি আক্তার
৩। নাজমুল হাসান
৮। ২০১৪ সাল- ১। বিজয় আশ্চায
২। রেজাউল করিম
৩। সুহৃদ চাকমা
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেনপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীদের নামঃ
২০১৩ সাল- ১। মামুনুর রশিদ
২। মোঃ ইমাম উদ্দিন রোকন
৩। জান্নাতুল ফেরদৌস মীম
৪। নাসরিন জাহান বৃষ্টি
২০১২ সাল- ১। মোঃ নাফিস রিদোয়ান
২। মোঃ আঃ হালিম রাসেল
৩। মোঃ জসিম উদ্দিন
৪। চম্পা দাশ
৫। রাবিয় হামিদ টুম্পা
২০১১ সাল ১। অমিত হাসান
২। বিজয় আশ্চায
৩। তাহমিনা বিনতে ইসলাম
৪। রোকসানা আক্তার
২০১০ সাল ১। আসিফ হাসান
২। তারেক ইবনে আজিজ
৩। ইসরাত জাহান এনি